সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ August ২০২১
জাতির সূর্য সন্তান শেখ কামালের জন্মদিনে বিনম্র শ্রদ্ধা
প্রকাশন তারিখ
: 2021-08-05
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ট পুত্র,জাতির সূর্য সন্তান শেখ কামালের জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান।
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২ তম জন্মদিনে বিনম্র শ্রদ্ধা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। শহীদ শেখ কামালের হাত ধরেই স্বাধীন বাংলাদেশের তরুণদের মাঝে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ভিত্তি তৈরি হয়। তিনি ছিলেন অকুতোভয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ছিলেন শেখ কামাল। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী জাতির পিতাকে আটক করে পাকিস্তানে নিয়ে যাওয়ার পর মা-মাটি-মাতৃভূমির সম্ভ্রম রক্ষায় মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন তিনি। স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণ নিয়ে মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য পুত্র শেখ কামালের হাত ধরে স্বাধীন বাংলাদেশে আধুনিক ফুটবলের যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের খেলাধুলার প্রসারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করেছেন তিনি। খেলাধুলার প্রতি প্রচন্ড আবেগ থেকে আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করে বাংলাদেশে ফুটবল জাগরণের ইতিহাস রচনা করেন শেখ কামাল । তিনি নিজেও ছিলেন একজন কৃতি ক্রীড়াবিদ। খেলতেন ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল আর ভলিবল।শুধু খেলাধুলা নয়- সঙ্গীত, বিতর্ক, অভিনয়, উপস্থিত বক্তৃতা থেকে শুরু করে কোথায় ছিলেন না শেখ কামাল? সাংস্কৃতিক অঙ্গনেও ছিল শেখ কামাল সফল পদচারণা। ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলা গানে সৃষ্টি করেছিলেন নতুন এক ধারা। বলা যেতে পারে, বাংলাদেশে পপ সঙ্গীতের সূচনা হয়েছিল শেখ কামালের হাত ধরে। তিনি বেঁচে আছেন বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে।
জাতির এই সূর্য সন্তানের জন্মদিনে তার সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
চেয়্যারম্যান
ড. এম. আসাদুজ্জামান
A Brief Note of Dr. M Asaduzzaman
Dr. M Asa...
বিস্তারিত
নির্বাহী পরিচালক
মোঃ শফিকুল ইসলাম
নির্বাহী পরিচালক
ও
অতিরিক্ত সচিব
(পরিচিতি নং-৬৩১৪)
সংক্ষিপ্ত পরিচিতি :
বিস্তারিত
জরুরি হেল্পলাইন নম্বর