Wellcome to National Portal
  • Pipeline
  • 001
  • Adamdighi
  • 09-09-15
  • 2023-11-14-03-55-d43b412522ac06179a12d41bebd66b57
  • 2023-11-14-03-57-d02ae422ccf38f95586b29d6766fc12e
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ডিসেম্বর ২০২৪

মোঃ শফিকুল ইসলাম

2024-10-29-04-57-549588bcdc571786a9b596a2478cb895

 

সংক্ষিপ্ত পরিচিতি :  

জনাব মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত সচিব (পরিচিতি নং-৬৩১৪), ১৯৯৫ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জ সদর এবং জেলা প্রশাসক হিসেবে মেহেরপুরে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। মেহেরপুরের জেলা প্রশাসক থাকাকালীন তিনি এ জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠিত করেন। এ সফলতার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন এর তরফ থেকে ২০১৬ সালে বিশ্ব নারী দিবসে নারীর জন্য পুরুষ বিভাগে লিডারশিপ অ্যাওয়ার্ড প্রাপ্ত হন। এছাড়াও লিঙ্গ বৈষম্য প্রশমনে দৃষ্টান্তমূলক অবদানের জন্য কানাডিয়ান হাই কমিশনের পক্ষ থেকে তিনি রিকগনাইজেশন আওয়ার্ড প্রাপ্ত হন। জনাব শফিকুল ইসলাম জনপ্রশাসন, ভূমি, স্বাস্থ্য, প্রবাসী কল্যাণ, বানিজ্য, প্রতিরক্ষা মন্ত্রণালয়/অধীনস্থ বিভিন্ন সংস্থায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) এর মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।