কর্তৃপক্ষের উপদেষ্টা পরিষদঃ
(ক) মন্ত্রী, কৃষি মন্ত্রলালয়, যিনি উপদেষ্টা পরিষদের সভাপতিও হইবেন;
(খ) প্রতিমন্ত্রী বা উপ-মন্ত্রী কৃষি মন্ত্রলালয়, যদি থাকেন, যিনি উপদেষ্টা পরিষদের সহসভাপতিও হইবেন;
(গ) বরেন্দ্র এলাকাধীন সকল সংসদ-সদস্য;
(ঘ) সচিব, কৃষি মন্ত্রণালয়;
(ঙ) সচিব, অর্থ বিভাগ;
(চ) সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়;
(ছ) সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়;
(জ) সচিব, বিদ্যুৎ বিভাগ;
(ঝ) সচিব, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়;
(ঞ) চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন;
(ট) চেয়ারম্যান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ;
(ঠ) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল;
(ড) বিভাগীয় কমিশনার, রাজশাহী;
(ঢ) বিভাগীয় কশিনার, রংপুর;
(ণ) মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর;
(ত) মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া;
(থ) মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর;
(দ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের একজন অধ্যাপক;
(ধ) নির্বাহী পরিচালক, যিনি উহার সদস্য সচিবও হইবেন।