Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st নভেম্বর ২০২৪

পরিচালনা বোর্ড

পরিচালনা বোর্ডঃ

          (ক)      চেয়ারম্যান, যিনি উহার সভাপতিও হইবেন;

          (খ)      মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;

          (গ)      পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;

          (ঘ)      মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;

          (ঙ)      কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;

           (চ)      রাজশাহী ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কর্তৃক মনোনীত রাজশাহী ও রংপুর বিভাগের একজন করিয়া জেলা প্রশাসক;

           (ছ)      রাজশাহী ও রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি)কর্তৃক মনোনীত রাজশাহী ও রংপুর বিভাগের একজন করিয়া পুলিশ সুপার;

           (জ)      জ্যেষ্ঠতম প্রকৌশলী, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ;

           (ঝ)      সরকার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ তিনজন প্রতিনিধি, যাহার মধ্যে একজন মহিলা হইবেন;

          (ঞ)     নির্বাহী পরিচালক, যিনি উহার সদস্য সচিবও হইবেন।

ক্রমিক নং

কর্মকর্তা/প্রতিনিধি

পদবি

চেয়ারম্যান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)

সভাপতি

মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি

সদস্য

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি

সদস্য

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি

সদস্য

যুগ্মসচিব (উপকরণ), কৃষি মন্ত্রণালয়

সদস্য

 

জেলা প্রশাসক, রাজশাহী

সদস্য

জেলা প্রশাসক, দিনাজপুর

সদস্য

 

পুলিশ সুপার, রাজশাহী

সদস্য

পুলিশ সুপার, দিনাজপুর

সদস্য

জৈষ্ঠতম প্রকৌশলী, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)

সদস্য

 

 

জনাব মোঃ জাফুরুল্লাহ, ঘোষপাড়া, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও

সদস্য

জনাব মোঃ সাইফুল ইসলাম হিরক, চন্দ্রিমা আবাসিক এরিয়া, রোড নং-১, বাড়ি নং-৯, থানা-চন্দ্রিমা, পোঃ পদ্মা আবাসিক, রাজশাহী।

সদস্য

মিসেস বদরুল লাইলি, হাউজ নং-১০৫, ভাটাপাড়া (সেন্ট্রাল পার্কের বিপরীতে), থানা-রাজপাড়া, রাজশাহী।

সদস্য

নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব), বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)

সদস্য-সচিব