Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd নভেম্বর ২০২১

বেগম আখতার জাহান

সংক্ষিপ্ত পরিচিতি

১.

নাম       

:

বেগম আখতার জাহান

২.

মাতার নাম

:

মরহুমা জবেদা খাতুন

৩.

স্বামীর নাম

:

মরহুম নওশের আলী খান

৪.

স্থায়ী ঠিকানা

:

বাসা নং-২৭৯, সেক্টর-২, উপশহর হাউজিং এস্টেট, রাজশাহী ক্যান্টনমেন্ট, বোয়ালিয়া, রাজশাহী।

৫.

বর্তমান ঠিকানা     

:

৬.

জন্ম তারিখ

:

০১-০৭-১৯৫২ ইং।

৭.

জন্ম স্থান

:

রাজশাহী।

       

৯.

ধর্ম

:

ইসলাম

১০.

জাতীয়তা

:

বাঙালী জাতীয়তাবাদে বিশ্বাসী

১১.

শিক্ষাগত যোগ্যতা

:

বিএ (অনার্স) ১৯৭৩, এম. এ (বাংলা) ১৯৭৪, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এম. এ (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) ১৯৮৫, ঢাকা বিশ্ববিদ্যালয়।

১২.

চাকুরী

:

ডেপুটি লাইব্রেরিয়ান (অবঃ), কেন্দ্রীয় গ্রন্থাগার, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

১৩.

মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনা সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব (অনারারী) এবং রাজনৈতিক তৎপরতা।

:

 

 

ক. সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ।

খ. সাবেক সংসদ সদস্য, ১০ম জাতীয় সংসদ, বাংলাদেশ।

গ. সদস্য, পরিচালনা পর্ষদ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী , ২০০৯-১১ ও ২০১৯-২১ (০৭.০৭.২১ পর্যন্ত)

ঘ.  সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ, ২০১০-২০১২ সাল পর্যন্ত।

ঙ.  ভারপ্রাপ্ত সভাপতি, রাজশাহী জেলা আওয়ামীলীগ, ২০১৪।

চ.  সাবেক সিনিয়র সহ-সভাপতি, রাজশাহী জেলা আওয়ামীলীগ।

ছ. সাধারন সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিট, ২০১১-১৩ সাল পর্যন্ত।

জ. আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিট।

ঝ.  সহ-সভানেত্রী, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, ২০০৩।

ঞ.  সভানেত্রী, রাজশাহী জেলা মহিলা আওয়ামীলীগ, ১৯৯৩-০৩ সাল পর্যন্ত।

ট. চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, রাজশাহী, ১৯৯৭-০১ সাল পর্যন্ত।

ঠ. সহকারী সম্পাদক (নির্বাচিত) বাংলাদেশ গ্রন্থাগার সমিতি, ঢাকা, ১৯৯৬-৯৭ সাল পর্যন্ত।

ড. সাধারন সম্পাদক (নির্বাচিত), রাজশাহী বিভাগীয় গ্রন্থাগার সমিতি, ১৯৯৩-৯৭ সাল পর্যন্ত।

ঢ.  সাবেক মহিলা সম্পাদিকা, রাজশাহী জেলা আওয়ামীলীগ।

ণ.  সদস্য, বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী জেলা।

ত.  মহিলা কমনরুম সেক্রেটারী (নির্বাচিত), রাজশাহী কলেজ সংসদ, ১৯৭০-৭১ সাল পর্যন্ত।

থ.  ১৯৬৮ সাল থেকে রাজশাহী কলেজ ছাত্রলীগের সাথে ওতোপ্রোতভাবে জড়িত।

দ.  যুগ্ম সম্পাদিকা, নারী পুনর্বাসন কেন্দ্র, রাজশাহী। স্বাধীনতা যুদ্ধে লাঞ্ছিত-দুঃস্থ মহিলাদের স্বাধীনতাত্তোর কালে

     পুনর্বাসনের দায়িত্ব পালন, ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত।

ধ.  তিনি স্বাধীনতা উত্তর শহীদ এ. এইচ. এম কামারুজ্জামান, মাননীয় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধানে সংগঠন উন্নয়নের কাজ করেন।

ন.  তিনি ১৯৬৯ এর গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

প.  তিনি সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে সুমহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন (মুক্তিযোদ্ধাদের নিজ বাসায় রাখাসহ সার্বিক সহযোগিতা প্রদান)।

ফ.  ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের পর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার বিচার, ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলসহ বাংলাদেশ আওয়ামীলীগ ঘোষিত সর্বস্তরের আন্দোলনে সম্পৃক্ত থেকে দলের কর্মসূচী বাস্তবায়নে সচেষ্ট আছেন।

অর্জন-নারী নেতৃত্বে বিশেষ অবদানের জন্য জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা নিকট হতে ২০১৯ সালেরোকেয়া পদকপ্রাপ্ত।

ফোন- 0721-760509 (সরাসরি)

 0721-760981 (পি. এ.)