Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯

কার্যক্রম

কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলীঃ

(১)      সেচ কার্যের উদ্দেশ্যে ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানি সম্পদের উন্নয়ন এবং যথাযথ ব্যবহরন নিশ্চিতকরণ;

(২)      কৃষি যান্ত্রিকীকরণ, বীজ উৎপাদন ও সরবরাহ এবং শস্যের বহুমুখীকরণ;

(৩)      পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ রোপণ ও সংরক্ষণ;

(৪)      কৃষি পণ্য বাজারজাতকরণে সীমিত আকারে সংযোগ সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ;

(৫)      সেচযন্ত্র স্থাপন এবং লোকালয়ে বিশুদ্ধ খাবার পানি সরবরাহকরণ;

(৬)      সরকারের পূর্বানুমোদনক্রমে, চুক্তি সম্পাদন;

(৭)      গবেষণা ও প্রশিক্ষণ প্রদান;

(৮)      সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম :

বরেন্দ্র অঞ্চলে ভূ-গর্ভস্থ পানি দ্বারা বছরব্যাপি সেচ সবিধা চালু হওয়ায় এলাকার এক ফসলি জমি তিন ফসলি জমিতে রুপান্তরিত হয়েছে। এ ব্যবস্থায় অন্যান্য এলাকাতেও ফসল উতপাদন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিএমডিএ কর্তৃক পরিচালিত ১৫৭৯০ টি সেচযন্ত্র হতে সেচের মাধ্যমে প্র্রায় ৪৫ লক্ষ মে.টন খাদ্য শস্য উৎপাদিত হচ্ছে।

সেচের জন্য ভূ-পরিস্থ নালা (Surface Drain)ব্যবহারের কারণে প্রচুর পানি উপচয় হয়। উপরন্ত কৃষি জমি নষ্ট হয়। পানির অপচয় রোধ ও কৃষি জমি সাশ্রয়ের লক্ষে ২০০০ সাল  হতে সেচের জন্য নির্মিত ভূ-পরিস্থ সেচ নালার পরিবর্তে ভূ-গর্ভস্থ সেচ নালা নির্মাণের কার্যক্রম গ্রহন করা হয়। এ ব্যবস্থায় প্রায় ১৪৯০০ কি:মি: ভূ-গর্ভস্থ পাইপ লাইন স্থাপনের কারণে ৩০ শতাংশ সেচের পানি সাশ্রয়সহ ১৩০০০ বিঘা জমি কৃষি কাজের আওতায় আসায় প্রতি বছর অতিরিক্ত ২৩০০০ মে:টন খাদ্য শস্য উৎপাদন করা সম্ভব হচ্ছে।

 

সেচচার্জ আদায়ের জন্য প্রি-পেইড মিটার :

বরেন্দ্র কর্তৃপক্ষ সেচের বিনিময়ে কৃষকদের নিকট থেকে অর্থ গ্রহণ করে। সেচ চার্জ আদায়ের জন্য পূর্বে কুপন পদ্ধতি চালু ছিল। জাল কুপন, টাকা সংরক্ষণ, কৃষকদের আর্থিকভাবে প্রতারণা ইত্যাদি সমস্যার কারণে সেচের অর্থ আদায়ের জন্য ২০০৫ সাল হতে প্রি-পেইড মিটার কার্যক্রম চালু করা হয়। এ পদ্ধতিতে প্রতিটি গভীর নলকূপের পাম্পের সাথে একটি প্রি-পেইড মিটার সংযুক্ত থাকে। প্রত্যেক কৃষককে তার ছবি ও ব্যবহার নম্বর সম্বিলত একটি প্রি-পেইড কার্ড সরবরাহ করা হয়। প্রত্যেক বিএমডিএ দপ্তর হতে সংশ্লিষ্ট উপজেলার জন্য প্রয়োজনীয় সংখ্যক ডিলার নিয়োগ করা হয়। ডিলারদের কাছে একটি ভেন্ডিং মেশিন থাকে। এতে ডিলারগণ প্রয়োজন অনুযায়ী বিএমএডিএ উপজেলা দপ্তর হতে অর্থ রির্চাজ করে।

একইভাবে কৃষকগণ তাদের কার্ডে ডিলারের নিকট হতে অর্থ রিচার্জ করতে পারে। চার্ককৃত কার্ডটি গভীর নলকূপে সংযোজিত প্রি-পেইড মিটিারের নির্ধারিত স্থানে প্রবেশ করে সেচের পানি গ্রহণ করে । এ ব্যবস্থায় অর্থ আত্নসাতের কোন সুযোগ নেই। এ পদ্ধতিতে সেচের ব্যয় ও পানির অপচয় হ্রাস পেয়েছে এবং কৃষকদের আর্থিকভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা বন্ধ হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশে প্রথম প্রি-পেইড মিটার পদ্ধতি অর্থ আদায় কার্যক্রম শুরু করে।

 

 

গভীর নলকূপের মাধ্যমে খাবার পানি সরবরাহ ব্যবস্থা :

বরেন্দ্র অঞ্চলে খাবার পানি অত্যন্ত দুস্প্রাপ্য। অনেক স্থানে হ্যান্ড টিউবওয়েল কার্যকর না হওয়ায় এলাকার জনগণ পূর্বে পুকুর, নদীনালা, খাল বিলের পানি পানে অভ্যাস্ত ছিল। ফলে তারা পানি বাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হতো। গভীর নলকূপ চালু হওয়ার পর জনগণ গভীর নলকূপ চলার সময় মাঠ থেকে খাবার পানি সংগ্রহ করতে শুরু করে। পানীয় জলের এই সংকট নিরসনের জন্য ২৫ হাজার লিটার পানি ধারণক্ষমতা  সম্পন্ন ওভার হেড ট্যাংক নির্মাণ করে এর সাথে পাইপের মাধ্যমে গভীর নলকূপের সংযোগ দেয়া হয়।ওভার হেড ট্যাংক হতে বিভিন্ন স্থানে পাইপ লাইন স্থাপন করে নির্দিষ্ট স্থানে ট্যাপ স্থাপনের মাধ্যমে এলাকা ভিত্তিক নিরাপদ পানীয়জল সরবরাহ করা হচ্ছে।

বিএমডিএ’র নিজস্ব পরীক্ষাগারে এসব পানি নিয়মিত পরীক্ষা করে এর নিরাপদ ব্যবহার নিশ্চিত করা হয়। জনসাধারণ প্রি-পেইড কার্ডের মাধ্যমে এই পানি সংগ্রহ করে। গভীর নলকূপ হতে খাবার পানি সরবরাহের ব্যবস্থা করায় ১২ লক্ষ মানুষ নিরাপদ খাবার পানি পান করে পানি বাহিত রোগ থেকে মুক্তি পেয়েছে। এখন পর্যন্ত ১২৫৭টি এ ধরণের স্থাপনা তৈরী করা হয়েছে।

 

পানীয় জল এবং সীমিত আকারে সবজি চাষ এর জন্য পাতকুয়া নির্মাণ:

বাংলাদেশের মৃত্তিকা অঞ্চলগুলোর মধ্যে বরেন্দ্র অঞ্চল একটা বিশেষ মৃত্তিকা অঞ্চল। অন্যান্য অঞ্চলের ন্যায় এ অঞ্চলে ভূ-গর্ভের পানির স্তর মোটেই সমুদ্ধ নয়। ঠাঁ ঠাঁ বরেন্দ্র অঞ্চলে ভূ-গর্ভস্থ পানির স্তর এতই অনুন্নত যে তা গভীর নলকূপ বা অগভীর নলকূপ দ্বারা উত্তোলন সম্ভব হয় না, তবে এসব এলাকায় পাতকূয়া খনন করলে কুয়ায় পানি জমে। কুয়ায় জমা পানি উত্তোলন করে খাবার পানি ও গৃহস্থালিক কাজে ব্যবহারসহ কম সেচ লাগে এরূপ ফসল চাষ করা সম্ভব। সন্তোষজনক পানি পাওয়ার জন্য প্রায় ছেচল্লিশ ইঞ্চি ব্যাসের একশো বিশ/ত্রিশ ফুট গভীর পর্যন্ত খনন করা প্রয়োজন হয়।উক্ত এলাকায় আদিবাসী লোকজন এরুপ পাতকুয়া তৈরী করতে অসমর্থ হওয়ায় তারা খুব কষ্টে জীবন ধারণ করে এবং তাদের জমিতে কোন ফসল ফলাতে পারে না।বিষয়টি উপলব্ধি করে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় কৃষি মন্ত্রী, মতিয়া চৌধুরী এম পি’র পরামর্শে  বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ঠাঁ ঠাঁ বরেন্দ্র এলাকায় পাতকুয়া খনন কার্যক্রম শুরু করে। কুয়ার অনেক নীচে থেকে প্রচলিত পদ্ধতিতে দড়ি বালতি ব্যবহার করে পানি উত্তোলন করা বেশ কষ্ট সাধ্য। উক্ত অসুবিধা দুর করার জন্য সোলার প্যানেল ব্যবহার করে পানি উত্তোলন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোলার প্যানেলগুলি প্রচলিত লম্বা সারিতে ব্যবহার না করে মাননীয় মন্ত্রীর পরামর্শে কিছুটা ফানেল আকৃতি করে স্থাপন করা হয়, যাতে বৃষ্টির পানি জমে কুয়ায় পতিত হয়। এটা মাননীয় মন্ত্রীর একটি বিশেষ উদ্ধাবন। পাতকুয়ার জমা হওয়া পানি সাবমারসিবল সোলার পাম্প ব্যবহার করে কুয়ার উপর স্থাপিত ট্যাংকীতে জমা করা হয়। ট্যাংকীতে জমাকৃত পানি পিভিসি পাইপ লাইনের মাধ্যমে পাতকুয়ার নিকট স্থাপিত ট্যাপ হতে জনসাধারন পান করা ও গৃহস্থালির কাজের জন্য সংগ্রহ করে এবং চাষযোগ্য জমিতে পাইপ লাইন নির্মান ও বিভিন্ন স্থানে ফসেট/আউটলেট স্থাপন করে ফসেট/আউটলেট থেকে সরাসরি ও ফিতা পাইপের মাধ্যমে সেচের পানি ব্যবহার করা হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক খননকৃত ছয়টি পাতকুয়ার কার্যক্রম বর্তমানে সোলার পাম্পের সাহায্যে পরিচালনা করা হচ্ছে। উপকারভোগী লোকজন পাতকুয়ার পানি খাবার পানি হিসাবে পান ও গৃহস্থালির কাজে ব্যবহার করা ছাড়াও কম সেচ লাগে এমন ফসল যেমনঃ আলু, পটল, পিয়াজ, মরিচ, রসুন, পূইশাক, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শসা, বেগুন, সিম, লাউ, ছোলা ও মসুর ইত্যাদি চাষ করে লাভবান হচ্ছে। বৃষ্টির পানি সংরক্ষিত হচ্ছে এবং খুব সামান্য পানি লাগে এরূপ ফসল উৎপাদন করার ফলে পানির মিতব্যয়ী ব্যবহার হচ্ছে যা পরিবেশের কোন ক্ষতি করছে না।

ইতিমধ্যে গত ৭ আগষ্ট ২০১৬ তারিখে “বরেন্দ্র এলাকায় পাতকুয়া খননের মাধ্যমে স্বল্প সেচের ফসল উৎপাদন” শীর্ষক একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্পটির প্রধান উদ্যেশ্যঃ পাতকুয়া খননের মাধ্যমে সংরক্ষিত পানি দ্বারা স্বল্প সেচের ফসল উৎপাদন ও খাবার পানিসহ গৃহস্থালি কাজে পানি সরবরাহ। উক্ত প্রকল্পের আওতায় রাজশাহী বিভাগের ঠাঁ ঠাঁ বরেন্দ্র এলাকা চাঁপাই নবাবগঞ্জ জেলার ৩টি (চাঁপাই নবাবগঞ্জ সদর, গোমস্তাপুর ও নাচোল) এবং নওগাঁ জেলার ৬টি (নিয়ামতপুর, মহাদেবপুর, পত্নীতলা, ধামুইরহাট, সাপাহার ও পোরশা) মোট ৯টি উপজেলায় ৪৫০টি পাতকুয়া খনন করে ১৩৫০ হেক্টর জমিতে স্বল্প সেচের ফসল উৎপাদনসহ ৩৩৭৫০ জন জনসাধারণকে খাবার ও গৃহস্থালির কাজে পানি সরবরাহ করা সম্ভব হবে।

 

বনায়ন ও কৃষিপণ্য বাজারজাত করণের জন্য গ্রামীণ সড়ক উন্নয়ন :

 

পরিবেশ উন্নয়নের জন্য সড়কের উভয় পার্শ্বে বৃক্ষ রোপনসহ পুন:খননকৃত খাল ও পুকুর এবং বিভিন্ন খাস জমিতে নিয়মিত বৃক্ষরোপন করা হচ্ছে। এ পর্যন্ত বরেন্দ্র এলাকায় ২.৫৫ কোটি বৃক্ষরোপণ করা হয়েছে এবং প্রতিবছর গড়ে ৫ লক্ষ করে বৃক্ষরোপণ করা হচ্ছে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তার প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রত্যান্ত অঞ্চলে পাকা সংযোগ সড়ক নির্মাণ করে আসছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে সুবিধা এবং গ্রামীণ জনগণের মান উন্নয়নে সহায়ক হয়েছে।

পূর্বে দূর্গম অঞ্চলে সেখানে যাতায়াত করা দুরূহ ছিল সেসব অঞ্চলে গ্রামীন সড়ক নির্মাণ করে। পরিবর্তিত পরিস্থিতিতে বর্তামানে যাতয়াতের সুবিধার জন্য বিএমডিএ প্রত্যন্ত অঞ্জলে সংযোগ সড়ক নির্মণ করেছে। এপর্যন্ত ১০৫৩ কি: মি: সড়ক নির্মাণ করা হয়েছে।

 

সেচ কাজে ভূ-গর্ভস্থ পানির উপর চাপ কমানোর জন্য ভূ-পরিস্থ পানি (Surface Water)ব্যবহার :

বরেন্দ্র এলাকার বৃষ্টিপাত দেশের অন্যান্য স্থানের তুলনায় অনেক কম। সাম্প্রতিক সময়ে এর পরিমান আতো হ্রাস পেয়েছে।এভাড়া বৃষ্টিপাতা পূর্বের ন্যায় যথাসময়ে হচ্ছে না। সর্বোপরী সংস্কারের অভাবে নদী ও বিল গুলোর পানি ধারণ ক্ষমতা হারিয়ে যাওয়ায় কৃষিকাজ ক্রমান্বয়ে ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভরশীল হয়ে পড়েছে।এর ফলে ভূ-গর্ভস্থ পানির স্তর দিনদিন নিচে নেমে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য বিএমডিএ বর্তমানে সেচ কাজে ভূ-পরিস্থ পানি (Surface Water)ব্যবহারের উপর ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে মোট ৩০৩২ টি পুকুর ও ১৬৪৩ কি: মি: খাল পুন: খনন করা হয়েছে। বরেন্দ্র এলাকার ভূমি উচু-নিচু হওয়ায় পানি সংরক্ষনের জন্য খালে ৬৯৬ টি ক্রসড্যাম নির্মান করা হয়েছে।

 


 

বর্তমানে বিএমডিএ বিশাল জলাধার নির্মাণের উদ্যোগ গ্রহণ করছে। ইতোমধ্যে পোরশা উপজেলার হার্ড বরেন্দ্র এলাকা ছাওড় ইউনিয়নে বছরব্যাপী সেচ কার্যক্রমের জন্য ১৭ একর এর একটি জলাধার পূন: খনন করা হয়েছে। সেচ কার্যক্রমে নদীর পানি ব্যবহারের লক্ষ্যে গোদাড়ীতে পদ্মানদী থেকে ২টি স্থাপনা হতে ৪৮ কিউসেক পানি উত্তোলন করে ৩.৫ কি:মি: দূরত্বে ২৪ কি:মি: দীর্ঘ সরমংলা খালে স্থানান্তর করা হচ্ছে। খাল থেকে বিভিন্ন স্থানে পাম্পের মাধ্যমে ২৫০০ হেক্টর জমিতে বছর ব্যাপি সেচের ব্যবস্থা করা হয়েছে। একই স্থানে নদী থেকে পানি উত্তোলন করে ৫টি পুকুরে পানি স্থানান্তর করে ৪০০ হেক্টর বৃষ্টি নির্ভর এক ফসলী জমিতে বছঠর ব্যাপী সেচের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেচ ব্যবস্থা গ্রদানের জন্য পুঠিয়ার ইউসুফপুরে পদ্মা নদীর পানি উত্তোলন করে ৩০ কি:মি: দীর্ঘ খালে স্থানান্তর করে ১২০০ হেক্টর জমিতে বছরব্যাপী চাষাবাদের জন্য গৃহীত প্রকল্পের কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও পদ্মা, মহানন্দা ও আত্রাই নদী হতে পাম্পের সাহায্যে পানি উত্তোলন করে সরাসরি জমিতে সেচ প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত এ ধরণের ১৪৬টি পাম্প স্থাপন করে বছরব্যাপী সেচের ব্যবস্থা করা হয়েছে।

 

নদীতে রাবার ড্যাম স্থাপন :

ভূ-পরিস্থ পানি সংরক্ষণ করে সেচকাজ সহ অণ্রাণ্র কাজে ব্যবহার করার জন্য ছোট ছোট নদীতে রাবারড্যাম স্থাপন জলবায়ু পরিবর্তন অভিযোজনের জন্য একটি কার্যকরী পদ্ধতি। বিএমডিএ ইতোমধ্যে পুঠিয়া উপজেলার বারনই নদীতে রাবারড্যাম স্থাপনের ব্যবস্থা গ্রহণ করেছে, যা জুন ২০১৬ অর্থ বছরের মধ্যে চালু করা হবে। এ ব্যবস্থায় ৩০ কি:মি: অংশ এবং নদী সংলগ্ন ২০টি খালে ২০০টি সেচ যন্ত্র স্থাপন করে ৮০০০ হেক্টর জমিতে বছর ব্যাপী  সেচের ব্যবস্থা করা সম্ভব হবে।

 

জলবদ্ধতা দূরীকরণ :

বরেন্দ্র এলাকার বিভিন্ন স্থানে বড় বড় জলাধারগুলো দীর্ঘদিন সংস্কারের অভাবে ভরাট হয়ে পানি ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। ফলে বর্ষাকালে এসবএলাকয় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষি কাজে অচল অবস্থার সৃষ্টি হচ্ছে এবং শুকনো মেৌসুমে পানির অভাবে পারিপার্শ্বিক তাপমাত্রা বৃদ্ধি সহ কৃষি উৎপাদন ব্যহত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য বিএমডিএ বড় বড় খাল পুন: খননের উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে পবা উপজেলায় ১৫ কি:মি: দৈর্ঘ্য ও ৩০ মিটার প্রস্থের যোহা খাল এবং রানীনগর উপজেলায় ৬কি:মি: দৈর্ঘ্য দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের রক্তদহ খাল পুন: খনন করা হয়েছে।এ ব্যবস্থায় ৩০০০ হেক্টর জমিতে বর্ষাকালে জলাবদ্ধতা দূর হয়ে আমন ধান চাষের সুযোগ সৃষ্টি হয়েছে এবং খালে সংরক্ষিত পানি দ্বারা রবি মেৌসুমে জমিতে সেচ প্রদানের মাধ্যমে কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এসব খালের পাড়ে বরেন্দ্র কর্তৃপক্ষের নিয়মিতভাবে বৃক্ষরোপন করেছে।

 

শস্য বহুমুখীকরন:

বোরো ধান উৎপাদনে প্রচুর পানির প্রয়োজন হয়। তাই সেচ কাজে ভূ-গর্ভস্থ পানির উপর চাপ কমানোর জন্য বোরো ধানের পরিবর্তে শস্য বহুমুখীকরণের লক্ষ্যে সেচের পানি কম ব্যবহার করে অধিক লাভজনক ফসল( গম, আলু, সরিষা ও ডাল জাতীয় ইত্যাদি) চাষের জন্য কৃষকদেরকে প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ প্রশিক্ষণ ো উদ্বুদ্ধকরণ কর্মসূচী কৃষকদের মধ্যে ব্যাপক গ্রহন যোগ্যতা পাওয়ায় বোরা ধান চাষ হ্রাস ও অন্যান্য ফসল ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। যেসব এলাকায় বোরো ধান চাষ হয় সেসব এলাকার কৃষকদেরকে সেচকাজে Alternate wetting and drying (AWD)পদ্ধতিতে সেচ প্রদানের জন্য প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ ব্যবস্থায় ২০ শতাংশ পানি সাশ্রয় হয়। বোরো ধান চাষ হ্রাস পাওয়ায় আউস ধানের উৎপাদন বৃদ্ধির জন্য উন্নত জাতের ধান বীজ ব্রি-ধান-৪৮ ও বি-ধান ৫৫ সরবরাহ ও এর উপর প্রশিক্ষণের উদ্যোগ গ্রহন করা হয়েছে।বর্তমানে প্রচলিত আউশ ধানের বীজে হেক্টর প্রতি উৎপাদন ৩.৫০ টন এবং ব্রি-ধান-৪৮ ও ব্রি-ধান ৫৫ ধানের উৎপাদন হেক্টর প্রতি ৫টন। উপরন্ত ব্রি-ধান ৪৮ খরা সহিঞ্চ।

 

তুলা চাষ :

বরেন্দ্র অঞ্চলে প্রচুর পতিত জমি আছে। পানি অভাবে এগুলোকে কৃষি কাজের আওতায় আনা সম্ভব হচ্ছে না। বর্ষা কালে এসব অঞ্চলে আমন ধানের চাষ হলেও যথা সময়ে বৃষ্টির অভাবে উৎপাদন অনেক কম হয়। তুলা ছাষে অনেক কম পানি প্রয়োজন হয়। অথচ এটি একটি অর্থকরী ফসল বিএমডিএ গোদাড়াী উপজেলায় (যেখানে কোন গভীর নলকুপ  কার্যকারী নয় এবং পানি অত্যান্ত দূস্প্রাপ্য) চলতি মেৌসুমে আনা অনাবাদি জমিতে পরীক্ষামূলকভাবে তুলা চাষের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে সেচ প্রদানের জন্য ৩টি পুকুর পুন: খনন করা হয়েছে। বর্তমানে প্রায় ৭০ বিঘা জমিতে তুলা চাষ করা হয়েছে। অবস্থা দৃশ্যে প্রতিয়মান হয় যে, তুলা কার্যকরী হবে। সে ক্ষেত্রে আগামীমে এধরণের পতিত জমি সংলগ্ন পুকুরগুলো পুন: খনন করে ব্যাপকভাবে তুলা চাষের ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উন্নতমানের বীজ উৎপাদন ও সরবরাহ:

বরেন্দ্র কর্তৃপক্ষ সেচ প্রদানের পাশাপাশি গুনগত মানসম্পন্ন ও উচ্চফলনশীল বিভিন্ন জাতের ফসলের বীজ যেমন-ধান, গম,ছোলা, মাসকালাই, সরিষা ইত্যাদি উৎপাদন করে নায্যমূল্যে কৃষকদের মাঝে সরবরাহ করছে। বরেন্দ্র কর্তৃক উৎপাদিত বীজের গুনগতমান ভালো হওয়ায় কৃষকদের নিকট এর চাহিদা অত্যান্ত বেশী। তাই বরেন্দ্র কর্তৃপক্ষ উৎপাদিত কোন বীজ অবিক্রিত থাকে না।

 

 

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রমের অর্জন

 

ক্র:নং

কার্যক্রম

বাস্তবায়ন

ফলাফল

১।

সেচযন্ত্র স্থাপন

১৫৭৯০টি

বরেন্দ্র এলাকার এক ফসলী জমি তিন ফসলী জমিতে রূপান্তিত হয়েছে। সেচ সুবিধার কারণে অন্যান্য এলাকাতেও ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ফলে বর্তমানে বিএমিএডি কর্তৃক পরিচালিত গভীর নলকূপের মাধ্যমে বছরে প্রায় ৪৫ লক্ষ মে.টন খাদ্য শস্য উৎপাদিন হচ্ছে।

২।

সংযোগ সড়ক নির্মাণ

১০৫৭.৭১ কি:মি:

প্রত্যন্ত অঞ্চলে যোগাযো ব্যবস্থার উন্নতি হওয়ায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে সুবিধা হয়েছে। গ্রামীন জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে সহায়ক হচ্ছে।

৩।

খাস খাল ও পুকুর পুন: খনন

১৬৫৮.৭৭ কি:মি: ও

৩০৩৭ টি

ভূ-পরিস্থ পানি (Surface Water)দ্বারা প্রায় ৯০ হাজার হেক্টর জমিতে সম্পূরক সেচ প্রদান করা সম্ভব হচ্ছে। ফসলে উৎপাদনশীলতা বৃদ্ধিসহ পারিপাশ্বিক তাপমাত্রা হ্রাস পেয়েছে।

৪।

নদীর পানি খাল/ পুকুরে স্থানান্তর ও সেচকাজে ব্যবহার

১৪৬টি সেচযন্ত্র স্থাপন

প্রায় ৫০০০ হেক্টর জমিতে সারা বছর সেচ প্রদানের মাধ্যমে বছরে ৫০ হাজার মেট্রিকটন খাদ্যশষ্য উৎপাদিত হচ্ছে।

৫।

সেচের গভীর নলকূপ হতে খাবার পানি সরবরাহ স্থাপনা নির্মাণ

১২৬৭ টি

প্রত্যন্ত অঞ্চলে খাবার পানি দুস্কর ছিল। জনসাধারণ পুকুর, খাল-বিলের পানি পান করত। গভীর নলকূপ হতে খাবার পানি সরবরাহের ব্যবস্থা করায় প্রায় ৭ লক্ষ মানুষ নিরাপদ খাবাব পানি পান করছেন। এর ফলে তারা পানি বাহিত রোগ থেকে মুক্তি পেয়েছে।

৬।

বনায়ন

২.৫৫ কোটি

পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হচ্ছে। তাপমাত্র উল্লেখ্ যোগ্য পরিমাণ হ্রাস পেয়েছে। ধুসর বরেন্দ্র সবুজ হয়েছে।

৭।

 প্রি-পেইড মিটারের মাধ্যমে সেচ যন্ত্র পরিচালনা

১৩৫০০ টি

ফসলের প্রয়োজন অনুযায়ী কৃষকগণ সেচ প্রদান করছে। ফলে সেচ খরচ কমেছে। এবং পানির উপচয় রোধ হয়েছে। কৃষকদের আর্থিক ভাবে প্রতারিত হওয়ার সম্ভবনা বন্ধ হয়েছে।

৮।

ভূ-গর্ভস্থ পাইপ লাইন নির্মাণ

১৪৯৮৯ কি:মি:

প্রায় ১৩০০০ বিঘা কৃষি জমি সাশ্রয় হয়ে বছলে প্রায় ২৩,০০০ মে:টন খাদ্যসশ্য উৎপাদিত হচ্ছে। এছাড়াও পানির অপচয় রোধ হয়েছে।

৯।

বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন

৮২০০ কি.মি.

গ্রামাঞ্চলে যেসব স্থানে বিদ্যুৎ সংযোগ নেই সেখানে গভীর নলকূপে বিদ্যুৎ সংযোগের জন্য বিএমিএডিএ নিজস্ব ব্যবস্থাপনায় ১১ কেভি বিদ্যুৎ লাইন নির্মাণ করে। নির্মিত বৈদ্যতিক নেট ওয়ার্ক ব্যবহার করে পরবর্তীতে পল্লী বিদ্যুৎ সমিতি সেসব অঞ্চলে বিদ্যুতায়নের ব্যবস্থা করে। অর্থাৎ বিএমডিএ কর্তৃক স্থাপিত গভীর নলকূপ প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিদ্যুতায়ন সহায়ক ভূমিকা রাখছে।

 

 

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ স্ব-অর্থায়নে পরিচালিত একটি প্রতিষ্ঠান। সেচ চার্জ বাবদ আদায়কৃত অর্থ হতে এর যাবতীয় পরিচালন ব্যয় নির্বাহ হয়।সরকারি অর্থায়নে যাবতীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।